সারজিসের পোস্টে হান্নান মাসউদ

এসব কী ভাই! দুজনের একজন মিথ্যা বলছেন


এসব কী ভাই! দুজনের একজন মিথ্যা বলছেন

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের ১০ দিন পর হাসনাত আব্দুল্লাহ গত ২১ মার্চ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় আজ রোববার (২৩ মার্চ) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আরেক মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস সেখানে লিখেছেন, যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যেকোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে।

দীর্ঘ ওই স্ট্যাটাসের মন্তব্যে দলটিরই আরেক নেতা, আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, 'এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যা বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা!!!
সরি
আর চুপ থাকতে পারলাম না।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×