আহত মাল্টিমিডিয়া সাংবাদিক দুর্জয়ের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:০৪ পিএম, ৩১ আগস্ট ২০২৫

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সংঘাতের খবর সংগ্রহের সময় ইটের আঘাতে গুরুতর আহত হন বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া বিভাগের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন।
আহত এই সাংবাদিকের শারীরিক খোঁজখবর নিয়েছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি ফোনে দুর্জয়ের সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান এবং দ্রুত সুস্থতার কামনা করেন। পাশাপাশি পরিবারকেও আশ্বস্ত করেন।
গত শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় লাইভ প্রতিবেদনের দায়িত্বে থাকা দুর্জয় হঠাৎ ইটের আঘাতে মাথায় গুরুতর জখম হন। পরে তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, “তখন পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। হঠাৎ ইটপাটকেল ছোড়া শুরু হলে দুর্জয় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা কয়েকজন সহকর্মী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে নেই। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। আল্লাহর রহমতে এখন তিনি শঙ্কামুক্ত।”