সাংবাদিকদের উপর হামলা: আসামিদের জামিন করালেন জাতীয়তাবাদী ঢাকা আইনজীবী ফোরামের আহ্বায়ক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর কমলাপুরে দুই সাংবাদিককে মারধরের ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আদালতে আত্মসমর্পণ করা তিন আসামিকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে এই আদেশ দেওয়া হয়। জামিন শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাফিউল আলম দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলার চিত্র তুলে ধরে জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে আসামিদের পক্ষে জামিন আবেদন করেন জাতীয়তাবাদী ঢাকা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম।
জামিন পাওয়া তিন আসামি হলেন আলী হোসেন (৪৫), মামুন আহমেদ (৪২) এবং শাহীন আহমেদ (৩৪)। আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরের উটের খামার সংলগ্ন এলাকায় ফুটপাথে বসে দায়িত্ব পালন করছিলেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুজ্জাহের ভূইয়া আনাস।
এ সময় আসামিসহ ৮-১০ জন তাদের স্থান ত্যাগ করতে নির্দেশ দিয়ে ভিড় তৈরি করার চেষ্টা করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আসামিরা অশালীন গালিগালাজ শুরু করে এবং হঠাৎ করেই কিল-ঘুষি ও লাথি মেরে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করে, এতে দুই সাংবাদিকের মাথায় গুরুতর জখম হয়। পরে তারা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ভুক্তভোগী পক্ষের দাবি, আসামিদের সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ না থাকলেও সাংবাদিক হিসেবে তাদের প্রকাশিত কোনো প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে কেউ প্ররোচনা দিতে পারে। এ ঘটনায় রেদওয়ানুল হক বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন।