২০২৬ সালের অক্টোবরে ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট


২০২৬ সালের অক্টোবরে ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে আগামী ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা ২০২৬। এ উপলক্ষে আজ ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (DRU)-তে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এবারের ফেয়ার ও ফেস্ট হবে সংস্কৃতি, ব্যবসা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার এক মহামিলনমেলা। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী-নিবেশকারী, সাংস্কৃতিক সংগঠন, পর্যটন পেশাজীবী এবং তরুণ উদ্যোক্তারা।

আয়োজনের মূল আকর্ষণসমূহের মধ্যে রয়েছে গ্লোবাল ট্রেড শো ও এক্সিবিশন, আন্তর্জাতিক বিজনেস সামিট ও বি-টু-বি নেটওয়ার্কিং, ইয়ুথ সামিট - তরুণ উদ্যোক্তা ও ভবিষ্যৎ নেতাদের প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল ও কুলিনারি শোকেস এবং আর্ট ও ক্র্যাফট প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজন বাংলাদেশের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবেন, সাংস্কৃতিক দল ও শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পারবেন এবং তরুণরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন।

আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, বাংলাদেশ থেকে ব্যবসায়ী, সাংস্কৃতিক সংগঠন ও তরুণ প্রজন্ম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের সাফল্যকে বিশ্বদরবারে তুলে ধরবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনাব আতিকুর রহমান, কনভেনার, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা ২০২৬; জনাব আবুল হোসেন, প্রেসিডেন্ট, বিজেএমএ; মীর আহসান, সাবেক পরিচালক, বিটিভি; জনাব মোহাম্মদ মোরশেদ, প্রেসিডেন্ট, বাংলাদেশ চেম্বার অব কমার্স; কাজী জাহিদুল ইসলাম, ডিরেক্টর, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক; মো. জুলফিকার আলী, অর্গানাইজিং চেয়ারম্যান, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা ২০২৬; আবদুল খালেক, এফবিসিসিআই; ইঞ্জি হারুনুর রশিদ, অ্যাডভাইজার; জনাব ওয়াকিল উদ্দিন; ওয়াহিদুল আলম, জয়েন্ট নিউজ এডিটর, দ্য ডেইলি অবজারভার; আবুল কালাম আজাদ, কো-চেয়ারম্যান, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা ২০২৬; জনাব বশির উদ্দিন, কো-চেয়ারম্যান; জনাব সোলাইমান, কো-চেয়ারম্যান; এবং আনভির আহমেদ দিপু, প্রোমোশন চেয়ার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×