মনপুরায় রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন


মনপুরায় রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
মনপুরায় রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মঙ্গলবার (০১ ‍এপ্রিল) বিকালে মনপুরার হাজীরহাট বাজারে একটি মিলোনায়তনে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ কমিটিতে বাংলাদেশ বানী'র মহিব্বুল্যাহ (ইলিয়াছ) সভাপতি,  ক্রাইম বাংলা নিউজের লোকমান খানকে সাধারণ সম্পাদক, দৈনিক দেশের কন্ঠের মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, বরিশাল প্রতিদিন ও সকালের শিরোনামের মোহাম্মদ মেহেদী হাসানকে কোষাধক্ষ্য  নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া সময়ের আলোর রাকিবুল হাসান ও রিয়াজ উদ্দিনকে সহ-সভাপতি, দেশ প্রতিদিনের বনি আমিনকে সহ-সাধারণ সম্পাদক, দৈনিক মাতৃজগতের শাকিল খান রাজুকে  সহ-সাধারণ সম্পাদক, ডেইলি এক্সপ্রেসের আ:ছালামকে সহ-সাংঠনিক সম্পাদক, সংবাদ সকালের খাইরুল বাশারকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাধীন বিডি ২৪-এর সাদ্দাম হোসেন, বরিশাল প্রথম আলোর আল-আমীন মুন্না, জাতীয় অর্থনীতির আল-আমীন, খবর বাংলাদেশের শাহিন,সংবাদ সকালের সাদ্দাম ও স্বাধীন ৭১-এর মাসুদ ।

এর আগে কমিটি গঠন নিয়ে বাংলাদেশ বানীর মহিব্বুল্যাহ (ইলিয়াছ) এর  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান খান, মিজানুর রহমান, মোহাম্মদ মেহেদী হাসান, রিয়াজ উদ্দিনসহ অন্যান্যরা।

পরে সর্বসম্মতিক্রমে মনপুরা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও দোয়া মুনাজাত  অনুষ্ঠিত হয়।

নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে শাহজালাল আল-আমীনসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×