ডিজিটাল মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন লিটু হাসান


ডিজিটাল মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন লিটু হাসান

ঢাকায় আয়োজিত জমকালো এক সন্ধ্যায় সাংবাদিক লিটু হাসানকে ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ড ২০২৫’-এর ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। এই আয়োজন ছিল এ সম্মাননার প্রথম আসর, যেখানে দেশের বিভিন্ন অঙ্গনের পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এই গ্ল্যামারাস অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন, সংস্কৃতি, মিডিয়া ও উদ্যোক্তা জগতের একঝাঁক তারকা। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় চলচ্চিত্র, টিভি নাটক, ওটিটি কনটেন্ট, সংগীত, নৃত্য এবং সাংবাদিকতায় অবদানের জন্য।

নিজের সম্মাননা প্রাপ্তি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিটু হাসান বলেন, ‘এই অ্যাওয়ার্ড পেয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। যখন ফ্যাশন শোর মাধ্যমে সংস্কৃতিমনস্ক মানুষদের কাজকে সম্মান জানানোর কথা ভাবা হয়েছিল; তখন দেশে এমন আয়োজন হাতেগোনা।’

তিনি আরও বলেন, ‘এ আয়োজন সংস্কৃতিকর্মীদের জন্য নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা। এমন একটি সম্মানজনক সংগঠনের কাছ থেকে পুরস্কার পেয়ে আমি সত্যিই গর্বিত। আমি চেষ্টা করবো ভবিষ্যতেও এই সম্মানের মূল্য ধরে রাখতে।’

লিটু হাসানের মিডিয়া ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি হিসেবে। এরপর তিনি কাজ করেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং একটি জাতীয় দৈনিকের ডিজিটাল বিভাগে। বর্তমানে তিনি একটি অনলাইন নিউজ পোর্টালের ‘হেড অব ডিজিটাল’ পদে দায়িত্ব পালন করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×