শুরু হলো আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫
- ইসলাম ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শুরু হলো আন্তর্জাতিক ইসলামী বইমেলা ২০২৫। মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান। এ সময় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ড. উমর ফাহমী এবং বিদেশি প্রকাশনা সংস্থাগুলোর প্রতিনিধিরা।
মেলা কমিটির সদস্য এবং রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম জানান, এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১০০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মোট ১৪০টি স্টল, যেগুলো সিঙ্গেল এবং ডাবল, উভয় ফরম্যাটে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “প্রথমবারের মতো মেলার পরিধি বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।”
বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ কিছু আয়োজন। শিশুদের জন্য ‘শিশুচত্বর’, মিডিয়ার জন্য ‘মিডিয়া কর্নার’, নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা, লিটল ম্যাগাজিন কর্নার, লেখকদের জন্য নির্ধারিত ‘লেখক কর্নার’ এবং বিনোদন ও বিশ্রামের জন্য চা-কফি ও ফুড কর্নারসহ থাকবে ইনফরমেশন সেন্টার।
এছাড়া মেলার বিশাল মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হবে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে মিলনমেলা, সাহিত্যিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষ দিকে সীমিত পরিসরে যাত্রা শুরু করা এই ইসলামী বইমেলা এখন দেশের বৃহত্তম ইসলামী সাহিত্য উৎসবে রূপ নিয়েছে। প্রতিবছরের মতো এবারও লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে বইমেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।