কাবা শরীফের ঠিক ওপরে চাঁদ, মক্কায় বিরল মহাজাগতিক দৃশ্য
- ইসলাম ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৫ এম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের ওপর দিয়ে ক্ষীয়মাণ গিব্বাস চাঁদের আবির্ভাব ঘটেছে, যা বিজ্ঞানীরা এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য বলে অভিহিত করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে এ বিরল দৃশ্যের সাক্ষী হন হাজারো মুসল্লি।
সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে জানান, এ ঘটনা প্রমাণ করে চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ে করা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব কতটা নির্ভুল। তার মতে, এর ফলে সারা বিশ্বের মুসলমানরা নামাজের দিক তথা কিবলা আরও নিখুঁতভাবে নির্ধারণ করতে পারবেন।
কাবায় উপস্থিত মুসল্লিদের জন্য মুহূর্তটি ছিল আধ্যাত্মিক আবেগে ভরা, আর জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি হয়ে ওঠে এক বাস্তব পরীক্ষা। তারা পর্যবেক্ষণের মাধ্যমে গাণিতিক মডেলের সঙ্গে ফলাফলের মিল খুঁজে পেয়েছেন এবং বিভিন্ন কোণ ও উচ্চতার ভিত্তিতে নিজেদের গণনার যথার্থতা যাচাই করার সুযোগ পেয়েছেন।
আবু জাহরা আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা ‘সেভেন সিস্টার্স’ নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে অতিক্রম করবে। তখন এটি একে একে কয়েকটি নক্ষত্রকে আড়াল করবে, যা সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে।
ইতিহাসে দেখা যায়, সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান পর্যবেক্ষণ মুসলিম জ্যোতির্বিদ্যার গুরুত্বপূর্ণ অংশ ছিল— নামাজের সময়সূচি ও কিবলা নির্ধারণের ক্ষেত্রে। আজও এমন মহাজাগতিক ঘটনাগুলো ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি বৈজ্ঞানিক কৌতূহল জাগিয়ে তোলে।
সূত্র: আনাদোলু