নামাজের সময়সূচি - ১২ সেপ্টেম্বর ২০২৫


নামাজের সময়সূচি - ১২ সেপ্টেম্বর ২০২৫

নামাজের গুরুত্ব ইসলামে অপরিসীম। আর তা নির্দিষ্ট সময়ে আদায় করাই মুসলমানদের জন্য অন্যতম ফরজ দায়িত্ব। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তায়ালা তাঁর বান্দার গুনাহ ক্ষমা করে জান্নাত দান করবেন বলে ইসলামী বিশ্বাস। যারা সময়মতো মসজিদে উপস্থিত হয়ে নামাজের জন্য অপেক্ষা করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে থাকেন।

নবী করিম (সা.) একটি হাদিসে বলেন, "আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। দুপুরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো।” (মুসলিম, হাদিস : ৮৬৭)

আজ শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ (২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি)। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো -

১২ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) - ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি:

ফজর: সকাল ৪:২৯

জুমা: দুপুর ১১:৫৫

আসর: বিকেল ৪:২২

সূর্যাস্ত: সন্ধ্যা ৬:০৬

ইফতার ও মাগরিব: সন্ধ্যা ৬:০৯

ইশা: রাত ৭:২২

আগামীকাল ১৩ সেপ্টেম্বর (শনিবার) সময়সূচি:

ফজর: সকাল ৪:২৮

তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: সকাল ৪:২৭

সূর্যোদয়: সকাল ৫:৪৪

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

বিয়োগ
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট

যোগ
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×