আজানের দোয়া পাঠের ফজিলত, মিলবে রাসুলুল্লাহ (সা.)-এর সুপারিশ
- ইসলাম ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিন ফরজ নামাজের সময় মসজিদে আজান দেওয়া হয়, আর যিনি আজান দেন তাকেই বলা হয় মুয়াজ্জিন। যেমন নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ, তেমনি আজানও ধর্মীয় নিদর্শন হিসেবে সমান গুরুত্ব বহন করে।
হাদিসে এসেছে, আজান শোনার পর একটি দোয়া পড়লে কিয়ামতের দিন রাসুলুল্লাহ (সা.) তাঁর সুপারিশ করবেন। (বুখারি ৬১৪)
দোয়াটি হলোঃ
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ
উচ্চারণ: আল্লাহুম্মা রব্বা হাজিহিদ্ দাওয়াতিত্ তাম্মাহ, ওয়াস সালাতিল কাইমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ, ওয়াবআছহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআদ্তাহ।
অর্থ: হে আল্লাহ, আপনি এই পূর্ণাঙ্গ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের প্রতিপালক। প্রিয় নবী মুহাম্মাদ (সা.)-কে বিশেষ মর্যাদা ও সম্মান দান করুন, এবং তাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন।