ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি


ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি

আগামী ৬ সেপ্টেম্বর সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। রবিবার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পর এ উপলক্ষে বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনকে কেন্দ্র করে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দেবেন। একইসঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় জাতীয় পতাকা, রঙিন পতাকা ও 'কালিমা তায়্যিবা' সম্বলিত ব্যানার টানানো হবে।

ইসলামিক ফাউন্ডেশনকে কিরাত, হামদ-নাত, কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আরবি খুতবা লেখা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্মরণিকা প্রকাশ, সেমিনার আয়োজন ও ১২ রবিউল আউয়াল থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে পাক্ষিক ইসলামিক বইমেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ সব ইলেকট্রনিক গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এবং পত্রপত্রিকায় প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র। শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, ওয়াকফ প্রশাসন, হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, ইসলামের শান্তি ও সৌহার্দ্য, সহিষ্ণুতা, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি আলাদা কর্মসূচি হাতে নিয়েছে।

এছাড়া, দিনটিতে দেশের সব হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু সদন ও বৃদ্ধ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। একইসঙ্গে বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও দিবসটি যথাযথভাবে উদযাপিত হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×