আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী


আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশের আকাশে রোববার (২৪ আগস্ট) পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) সারাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় (মাগরিবের নামাজের পর) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১২ রবিউল আউয়াল মুসলমানদের জন্য বিশেষ দিন। এই তারিখে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পালিত হয়। এ বছর রবিউল আউয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে। ফলে ১২ রবিউল আউয়াল পড়ছে ৬ সেপ্টেম্বর শনিবার। দিনটিতে বাংলাদেশে সরকারি ছুটি থাকবে।

‘ঈদে মিলাদুন্নবী’ শব্দের অর্থ মহানবীর জন্মদিনের আনন্দোৎসব। বিশ্ব মুসলিম সমাজ এ দিনটিকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালন করে থাকে।

ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য, ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ (সা.)। পরে ৬৩ বছর বয়সে তিনিই একই দিনে ইন্তেকাল করেন। এজন্য ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে দ্বিগুণ তাৎপর্যপূর্ণ দিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×