নামাজের সময়সূচি - ২২ আগস্ট ২০২৫


নামাজের সময়সূচি - ২২ আগস্ট ২০২৫

শুক্রবার বা জুমার দিন সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন। এই দিনের বিশেষ গুরুত্ব পবিত্র কোরআন এবং বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে।

মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘হে মুমিনরা! জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা জুমা, আয়াত : ৯-১০)

হাদিস শরিফে এই দিনের বিশেষ ফজিলত সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন—‘সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনেই আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। এই দিনেই তাকে তা থেকে বের করা হয়। আর এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে।’  (আবু দাউদ, হাদিস : ৯৬১)

জুমার দিনে আগেভাগে গোসল করে মসজিদে যাওয়ার এবং যথাযথভাবে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। প্রত্যেক মুসলমানের উচিত এদিন যথাসময়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করা।

আজ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ (০৭ ভাদ্র, ১৪৩২ বাংলা, ২৭ সফর, ১৪৪৬ হিজরি)। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো:

নামাজের সময়সূচি - ২২ আগস্ট, ২০২৫:

ফজর: ৪:১৮ মিনিট

জুমা: ১২:০২ মিনিট

আসর: ৪:৩৫ মিনিট

সূর্যাস্ত: ৬:২৬ মিনিট

ইফতার: ৬:৩০ মিনিট

মাগরিব: ৬:৩০ মিনিট

ইশা: ৭:৪৫ মিনিট

শনিবার, ২৩ আগস্ট:

ফজর: ৪:১৮ মিনিট

তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ৪:১৭ মিনিট

সূর্যোদয়: ৫:৩৭ মিনিট

বিভাগীয় শহরের জন্য সময় পার্থক্য (ঢাকার সময় অনুযায়ী):
বিয়োগ:

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ:

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×