কয়েক সপ্তাহের মধ্যেই গাজায় আসতে পারে আন্তর্জাতিক বাহিনী: আল অ্যারাবিয়ার রিপোর্ট


কয়েক সপ্তাহের মধ্যেই গাজায় আসতে পারে আন্তর্জাতিক বাহিনী: আল অ্যারাবিয়ার রিপোর্ট

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সৌদি গণমাধ্যম আল অ্যারাবিয়া জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বাহিনী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে আল অ্যারাবিয়া জানায়, এই আন্তর্জাতিক বাহিনীতে আরব ও অন্যান্য বিদেশি দেশের সেনারা অন্তর্ভুক্ত থাকবে। তবে ঠিক কোন কোন দেশ এতে অংশ নেবে, তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের পুলিশ সদস্যদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এসব প্রশিক্ষিত কর্মকর্তা গাজার আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস গাজার সংঘাত সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত একটি “বিস্তৃত পরিকল্পনা” প্রকাশ করে। ২০ দফার ওই নথিতে ফিলিস্তিনি অঞ্চলে অস্থায়ী “বহিরাগত প্রশাসন” গঠনের পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তাব রাখা হয়।

৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেন, মিশরে আয়োজিত আলোচনার পর ইসরায়েল ও হামাস শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সমঝোতায় পৌঁছেছে। এর পরদিন ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

পরিকল্পনার দ্বিতীয় ধাপে বলা হয়েছে, গাজার সংঘাতের সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে এবং ইসরায়েলি বাহিনী এলাকা থেকে সম্পূর্ণভাবে সরে যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×