জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার


জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে পুনর্গঠিত ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন বাগছাসের সদস্যসচিব জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হয়েছেন বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার। 

ঘোষিত কমিটিতে উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহির আলম।

শুক্রবার, ৩১ অক্টোবর, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি গঠিত হলো। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×