জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শি জিনপিংয়ের বৈঠক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:২২ পিএম, ৩১ অক্টোবর ২০২৫
জাপানের নতুন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতা উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত দুই দিনের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, "আমরা জাপান ও চীনের মধ্যে কৌশলগত এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক গড়ে তোলার বিস্তৃত নীতি পুনর্ব্যক্ত করেছি।" তিনি আরও বলেন, "আমি আমার উদ্বেগের কথাও জানিয়েছি; সেই সঙ্গে এমন ক্ষেত্রগুলো তুলে ধরেছি- যেখানে আমরা সহযোগিতা করতে পারি। আমি চাই এই বৈঠকটি জাপান এবং চীনের জন্য একটি সূচনা বিন্দু হিসেবে কাজ করুক।"
এদিকে বৈঠকের শুরুতেই শি জিনপিং উল্লেখ করেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে রাখতে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার জন্য প্রস্তুত।