দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র


দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি ভাগাভাগি করবে। এ ঘোষণা তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিউলে প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর দেন, খবর দিয়েছে শাফাক নিউজ।

ট্রাম্প জানান, সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া নৌঘাঁটিতে তৈরি হবে। গত বছর এগুলো দক্ষিণ কোরিয়ার হানহওয়া গ্রুপ কিনে নিয়েছে।

প্রেসিডেন্ট লি বলেন, “এ চুক্তি শুধুমাত্র পারমাণবিক জ্বালানি প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত, কোনো অস্ত্র প্রযুক্তি এতে অন্তর্ভুক্ত নয়। নতুন সাবমেরিন যুক্ত হলে আঞ্চলিক নিরাপত্তা এবং মার্কিন নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বাড়বে।”

বৈঠকে দুই দেশের নেতারা রক্ষা জোট আধুনিকীকরণ এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রযুক্তি হস্তান্তরের আগে কংগ্রেসের অনুমোদনসহ একাধিক নিরাপত্তা যাচাই সম্পন্ন করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×