৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                কুমিল্লায় ঝটিকা মিছিল করায় ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিনব্যাপী কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আকরাম হোসেন ওকি, মো. সাগর, মহিউদ্দিন সুমন, রাসেল হোসেন, মো. ফয়সাল, মাকসুদুর রহমান প্রকাশ বাবলু, আমিন খান নাহিদ, তুহিন আলম, কাজী শামসুল আলম, মোহাম্মদ মোবারক হোসেন রুবেল, আব্দুল্লাহ আল হাদী এবং গোলাম কিবরিয়া চৌধুরী।
কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কুমিল্লা নগরীর ঈদগাহ এলাকায় এসে জয় বাংলা স্লোগান দেন ছাত্রলীগের এসব নেতাকর্মীরা। ৩০-৪০ সেকেন্ড মিছিল করে নগর উদ্যানের গেট থেকে সিএনজি যোগে পালিয়ে যান তারা। সেই সংবাদের ভিত্তিতে দিনভর কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    