আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২২ পিএম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে; এমন মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, “আমরা শাসক হতে চাই না, আমরা ক্ষমতাবান হতে চাই না। আমাদের আমীরে জামায়াত মানবিক নেতা। ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এদেশের মানুষের সেবক হয়ে সেবা করতে চাই।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, “আপনারা কি আমাদেরকে সেই দাঁড়িপাল্লায় সমর্থনের জন্যে, ইনসাফ ভিত্তিক কোরআনের সমাজ, উই ওয়ান জাস্টিসের সমাজ, ইনসাফের সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, লুন্ঠনমুক্ত সমাজ, উন্নয়নের সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমাদের যদি ভোট দেন, আমরা আপনাদের কার্ড দেবো না, ওমরের মতো রাষ্ট্রের যতো সুবিধা আছে আল্লাহর কসম আমরা কাঁধে করে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।”
পথসভায় শহর জামায়াতে আমীর এডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    