নিজ বাসার ছাদে হত্যাকাণ্ডের শিকার আ. লীগ নেতা


নিজ বাসার ছাদে হত্যাকাণ্ডের শিকার আ. লীগ নেতা

সিলেটে নিজের বাসার ছাদে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক। পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের প্রসিদ্ধ সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের সন্তান।

স্থানীয়রা জানিয়েছেন, ফজরের নামাজের পর প্রতিদিনের মতো ছাদে হাঁটতে উঠেছিলেন রাজ্জাক। সকাল ৯টার দিকে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরে ছাদে গিয়ে তারা তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জানিয়েছেন, প্রাথমিক ধারণা হত্যাকাণ্ড সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে সংঘটিত হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের শনাক্তের জন্য পুলিশ সক্রিয়ভাবে তদন্ত করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×