জামালপুরে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ একজন
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৫৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছেন।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে চর ভাটিয়ানি আমতলী এলাকার চার শিশুরা গোসলের জন্য ঝিনাই নদীতে নেমে যায়। দীর্ঘ সময় পর্যন্ত বাড়ি না ফেরায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে একজন ছেলে ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেন। নিহত এবং নিখোঁজ শিশুর পরিচয় এখনও জানা যায়নি।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    