বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দ্রুত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং শিগগিরই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল ১০টায় প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সমুদ্রবন্দর থেকে বর্তমানে কত দূরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এটি ১,৩৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৭০ কিলোমিটার, মোংলা থেকে ১,৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আবহাওয়া অফিস ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে তৎক্ষণাৎ উপকূলের কাছে অবস্থান করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাতস্থল সম্পর্কে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, "গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এটা নিশ্চিত। সম্ভাব্য আঘাতস্থল হতে পারে ভারতের ওডিশা বা অন্ধ্র প্রদেশের উপকূল। আগামীকাল সোমবার এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর মঙ্গলবার এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে।"

বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে তিনি জানান, "এটি নির্ভর করবে ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে এলে কতটা শক্তিশালী থাকে তার ওপর। স্থলভাগে উঠে দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আসতে পারে। এর ফলে আগামী বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।"

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগ এবং দক্ষিণের খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি চলতি মাসের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকা ও আশেপাশের অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্ধ্র প্রদেশের মাচিলিপত্তম ও কালিঙ্গাপত্তমের মধ্যবর্তী এলাকা এবং কাকিনাড়া অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় আঘাত করতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী বেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×