রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৫১ পিএম, ২৫ অক্টোবর ২০২৫
রাজনৈতিক পার্থক্য ও ভাঙন জাতিকে বিপদের মুখে ফেলতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলের মধ্যে বিভেদের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে, তা জাতি কখনো ক্ষমা করবে না।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, ‘অতীতের ওপর ভিত্তি করে সামনে আগাবো আমরা। আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।’
তিনি আরও আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রতিহত করবে। তিনি বলেন, ‘আমাদের বিভেদের কারণ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এই জাতি আমাদের ক্ষমা করবে না।’
বিএনপির এ নেতা যোগ করেন, ‘গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মতপার্থক্য থাকা স্বত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা।’