প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি


প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি

বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে। এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

খাদ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এরই মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার পর দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম চালানের মধ্যে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টনের গমের ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে খালাস করা হবে, এবং বাকি ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাসের পরিকল্পনা করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×