৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন


৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শুক্রবার সকালের শুরুটা হয়েছিল ভয়ঙ্কর কাঁপুনির মধ্য দিয়ে। স্থানীয় সময় সকাল ৭টায় সেখানে অনুভূত হয় ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যা দ্বীপটির কারাগা অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

দেশটির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা ‘ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি’ জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল জেনারেল লুনা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কম্পনটি সুরিগাও ডেল নর্তে প্রদেশ ছাড়াও আশপাশের অঞ্চলগুলোতেও অনুভূত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

তবে দুর্যোগ পূর্বাভাস সংস্থা নিশ্চিত করেছে যে, ভূমিকম্পের ফলে কোনো সুনামি হুমকি নেই। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানা না গেলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×