যুদ্ধবিরতির পর প্রতিদিন ৫৬০ টন খাদ্য ঢুকছে গাজায়, আরও প্রয়োজন


যুদ্ধবিরতির পর প্রতিদিন ৫৬০ টন খাদ্য ঢুকছে গাজায়, আরও প্রয়োজন

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন গড়ে প্রায় ৫৬০ টন খাদ্য পৌঁছে যাচ্ছে, তবে এটি দুর্ভিক্ষ কবলিত অঞ্চলের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। শুক্রবার (১৭ অক্টোবর) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার বলেন, “গাজার কিছু অংশে এখনও দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। সংকট মোকাবিলার জন্য প্রতি সপ্তাহে হাজার হাজার ত্রাণবহর প্রবেশ করানো অপরিহার্য।”

জেনেভায় বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র আবির এতেফা বলেন, “আমাদের যা প্রয়োজন, তা এখনো কম। তবে আমরা সেখানে পৌঁছাচ্ছি। যুদ্ধবিরতি একটি সংকীর্ণ সুযোগের জানালা খুলেছে। খাদ্য সহায়তা বৃদ্ধির জন্য আমরা খুব দ্রুত এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি।”

এতেফা আরও জানান, “গাজা শহর এবং উত্তর গাজায় পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং।”

বর্তমানে গাজায় নয়টি বেকারি চালু আছে। প্রতিদিন এখানে ১ লাখেরও বেশি রুটি তৈরি করা হয়, যার প্রতিটির ওজন দুই কেজি। এই বেকারিগুলো গাজার ২০ লাখেরও বেশি মানুষের মধ্যে প্রতি পাঁচজনের এক পরিবারের দৈনন্দিন খাবার সরবরাহ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×