নোবেল পুরস্কারের জন্য নয়, জীবন বাঁচানোর জন্যই যুদ্ধ থামাচ্ছি: ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪২ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

বিশ্বজুড়ে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধ থামানোর মাধ্যমে লাখো মানুষের প্রাণ রক্ষা করছেন, কিন্তু এই উদ্যোগ নোবেল পুরস্কারের আশায় নয়।
রোববার, ১২ অক্টোবর, হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, “আমি ইতোমধ্যে কয়েকটি যুদ্ধ থামিয়ে দিয়েছি, যার ফলে লাখ লাখ জীবন বেঁচেছে। আমি এটা নোবেলের জন্য করিনি, আমি করেছি জীবন বাঁচানোর জন্য।”
ট্রাম্প এ সময় আরও বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা অবসানের পথ খুঁজতে তিনি আশাবাদী। তাঁর ভাষায়, “আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আপনি জানেন, আমি আরেকটি যুদ্ধ বন্ধ করছি... কারণ আমি যুদ্ধ সমাধানে পারদর্শী।”
সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাতে জানা গেছে, এ সংঘর্ষে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অপরদিকে, পাকিস্তানের জিও টিভির প্রতিবেদন বলছে, এই সংঘাতে প্রাণ হারিয়েছে বহু আফগান সেনাও।
ট্রাম্পের বক্তব্য এমন সময়ে এল, যখন আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধ ও শান্তির প্রশ্ন আবারও শিরোনামে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তাঁর লক্ষ্য পুরস্কার নয়, মানুষের জীবন রক্ষা।