ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস পৌঁছাল গাজা ও পশ্চিম তীরে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:২১ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে শুরু হয়েছে বন্দি বিনিময়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম। হামাসের কাছ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর পাল্টা পদক্ষেপ হিসেবে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
আল জাজিরার সোমবার (১৩ অক্টোবর) সরাসরি প্রতিবেদনে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের নিয়ে কয়েকটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। বাসগুলো ঘিরে স্থানীয় মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ভেতর থেকে বন্দিরা বিজয়ের চিহ্ন দেখাচ্ছিলেন, মুখে ছিল আনন্দের হাসি। অনেকে মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত, কেউ কেউ উত্তোলন করছিলেন ফিলিস্তিনি পতাকা।
অন্যদিকে, নেগেভ কারাগার থেকে ছাড়া পাওয়া আরও কিছু বন্দিকে নিয়ে একাধিক বাস গাজার উদ্দেশে রওনা হয়। বাসগুলোর একটি অংশ ইতোমধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা।
উল্লেখযোগ্যভাবে, আজ স্থানীয় সময় সকাল ৮টা থেকে হামাস ধাপে ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে শুরু করে। হামাসের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, তারা ইতোমধ্যে জীবিত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে।