ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোববার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:০৪ পিএম, ১১ অক্টোবর ২০২৫

বিশ্ব খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন ইস্যুতে আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে রোববার রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি অংশ নেবেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে, যা অনুষ্ঠিত হবে ইতালির রাজধানী রোমে।
১২ অক্টোবর, রোববার বেলা ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সফরের সূচি অনুযায়ী, ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস। পাশাপাশি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকেও মিলিত হবেন তিনি। এসব আলোচনায় গুরুত্ব পাবে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
FAO-এর সদর দপ্তরে আয়োজিত এই ফোরাম ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। বিশ্বজুড়ে নীতিনির্ধারক, গবেষক এবং উদ্যোক্তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থা নিয়ে মতবিনিময় হয়।
এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সফর শেষে ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।