নোবেল জেতার খবর পেয়ে ‘আমি বিস্মিত’ বললেন মারিয়া


নোবেল জেতার খবর পেয়ে ‘আমি বিস্মিত’ বললেন মারিয়া

বিশ্ব রাজনীতির আলোচিত মুখ ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার জেতার খবর পেয়ে নিজের প্রতিক্রিয়ায় জানান, “আমি বিস্মিত।”

শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা দেয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপসহীন লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পাচ্ছেন মারিয়া কোরিনা মাচাদো। দেশটির দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তিনি যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সেটাই তাঁকে বিশ্বশান্তির মঞ্চে আলাদা করে চিনিয়েছে।

নোবেল ঘোষণার পরপরই মারিয়া একটি ফোনালাপে প্রতিক্রিয়া দেন, যেটি ভিডিও আকারে বার্তা সংস্থা এএফপিকে পাঠিয়েছে তাঁর প্রেস টিম। সেই ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী এবং বর্তমানে নির্বাসিত রাজনীতিক এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়ার সঙ্গে কথা বলছেন মারিয়া। ফোনে তাঁকে বলতে শোনা যায়, “আমি বিস্মিত।”

জবাবে এডমুন্ডো গঞ্জালেজ বলেন, “আমরাও উচ্ছ্বসিত। এটা কী? আমি বিশ্বাস করতে পারছি না।”

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, মাচাদোর এই নোবেল জয় গণতন্ত্রকামী ভেনেজুয়েলাবাসীর জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে এসেছে। দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে তাঁর এই সম্মান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×