সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার


সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানে এক সপ্তাহের ব্যবধানে গ্রেপ্তার হয়েছেন ১৮ হাজারেরও বেশি বিদেশি নাগরিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সময়ে সৌদির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৮ হাজার ৬৫০ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মূলত আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ধৃতদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন বসবাসের নিয়ম লঙ্ঘন করেছেন। শ্রম আইনের অপরাধে ধরা পড়েছেন ৪ হাজার ১৭৮ জন এবং সীমান্ত আইন ভেঙেছেন ৩ হাজার ৮২২ জন। এই অভিযান পরিচালনায় সৌদি পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সম্মিলিত অংশগ্রহণ ছিল।

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ধৃতদের মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক।

একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে আরও ৫২ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অপরাধে ১৭ জন স্থানীয় বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩১ হাজার ১৫ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৭২ জন পুরুষ এবং ১ হাজার ৮৪৩ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে ২৫ হাজার ৪৭৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা যায়। এরই মধ্যে ২ হাজার ১৩৯ জনের প্রত্যাবাসনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে, ১১ হাজার ৫৪৪ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আইন অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে সহায়তা করলে অপরাধীর সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্কতা জারি করে আসছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার একটি বড় অংশই বিদেশি শ্রমিক। দেশটির গণমাধ্যমে প্রায়ই অবৈধ অভিবাসীদের ধরপাকড় এবং আইনি পদক্ষেপ সংক্রান্ত সংবাদ উঠে আসে। প্রশাসনের পক্ষ থেকেও এসব অভিযান অব্যাহত রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×