ইসরায়েলি হানা সুমুদ ফ্লোটিলায়, গ্রেটা থুনবার্গসহ ২ শতাধিক আটক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৮ এম, ০২ অক্টোবর ২০২৫

বৃহস্পতিবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে জানানো হয়, দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্রান্ডে ব্লু নামের জাহাজগুলো থামিয়ে দেয় ইসরায়েলি নৌবাহিনী। তবে ফ্লোটিলার আরও দুটি জাহাজ, ‘মেটেক’ এবং ‘অল’, এখনো গাজার দিকে অগ্রসরমান রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে এই দুটি নৌযান গাজা উপত্যকা থেকে ১১১ কিলোমিটার দূরবর্তী অবস্থানে ছিল, তবে তাদের বর্তমান অবস্থান জানা যায়নি।
বহরের অন্যতম সদস্য এবং বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম আগেই সতর্ক করেছিলেন ফ্লোটিলার জাহাজগুলোর ওপর সম্ভাব্য হামলা নিয়ে। তিনি বলেন, “ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আলমা।” তাঁর মতে, ইসরায়েলি নৌবাহিনী বেশ কয়েকটি জাহাজকে ঘিরে ফেলেছিল।
জাহাজগুলোর লাইভ সম্প্রচার আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা। তাঁরা জানান, ইসরায়েলের বাধার কারণেই এই সম্প্রচার থেমে যায়। আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের বহনকারী এই বহর গাজার উপকূলে অবস্থান করছিল।
‘সুমুদ ফ্লোটিলা’ অভিযানটি বিশ্বজুড়ে মানবাধিকার ও ত্রাণ সহায়তা কর্মকাণ্ডের অংশ হিসেবে পরিচালিত হচ্ছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৪৭টি নৌযানে অংশ নিয়েছেন ৪৪টি দেশের প্রতিনিধিরা, যাঁদের মধ্যে রয়েছেন আলোকচিত্রী শহিদুল আলমসহ বহু বিশিষ্ট মানবাধিকারকর্মী।