গাজার কাছাকাছি পৌঁছেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা


গাজার কাছাকাছি পৌঁছেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপকূলের কাছাকাছি পৌঁছেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকদের বরাতে জানা গেছে, নৌবহরটি গাজার উপকূল থেকে প্রায় ১১৮ নটিক্যাল মাইল দূরে পৌঁছে এবং ইসরাইলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে।

এই বহুজাতিক অভিযানে মোট ৪৫টি জাহাজ রয়েছে, যার মধ্যে দুটি পর্যবেক্ষণ ও আইনি সহায়তা প্রদানের জন্য এবং বাকিগুলো মানবিক ত্রাণ বহন করছে। নৌবহরে ৪৯৭ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করছেন।

অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের কর্মী ও প্রতিনিধি রয়েছেন। এতে অংশ নিয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ, কয়েকজন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, এবং নেলসন ম্যান্ডেলার নাতি নকোসি জোয়েলিভিলে ম্যান্ডেলা।

এদিকে, ইসরাইল জানিয়েছে, তারা গাজামুখী ফ্লোটিলাকে থামাবে। তাদের দাবি, স্বেচ্ছাসেবীরা “বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে।” তবে আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলেছে, মানবিক সহায়তা অবাধে পৌঁছানোর সুযোগ দিতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×