দাবি আদায় না হলে রোববার থেকে অবরোধের হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের ২০০ কর্মকর্তা চাকরিচ্যুত ও ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি করার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনোয়ারা ক্রসিং এলাকায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যস্ততম ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলেও দাবি না মানলে রোববার (৬ অক্টোবর) থেকে আবারও সর্বাত্মক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনরত কর্মকর্তারা অভিযোগ করেন, ২৭ সেপ্টেম্বর আয়োজিত একটি বিশেষ দক্ষতা পরীক্ষা ছিল চাকরিচ্যুতির প্রহসন। চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা পরীক্ষাটি বর্জন করে আন্দোলনে নামেন। এরপর সোমবার ২০০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি করা হয়।
তাদের দাবি, বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল, দূরবর্তী শাখায় বদলি হওয়া কর্মকর্তাদের নিকটস্থ শাখায় ফেরত পাঠানো, পূর্ববর্তী সরকারের আমলে অবৈধ প্রমোশন পাওয়া কর্মকর্তাদের তদন্ত, বৈষম্যহীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা, শর্তসাপেক্ষ অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ এবং চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা জানান, দুর্গাপূজার ছুটিকে সম্মান জানিয়ে আপাতত বড় ধরনের কর্মসূচি থেকে বিরত রয়েছেন। তবে এই ছুটির মধ্যেই দাবি না মানা হলে রোববার থেকে তারা সর্বাত্মক অবরোধে যাবেন।