মাদাগাস্কারে ‘জেন-জি’ বিক্ষোভে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫
.webp)
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে জেনারেশন জেড বা ‘জেন-জি’ তরুণদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোএলিনা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন। দেশজুড়ে বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে রাজোএলিনা বলেন, আমরা স্বীকার করি এবং ক্ষমা চাই। সরকারের কিছু সদস্য তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি।
বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার তরুণ-তরুণীর মূল স্লোগান ছিল, আমরা বাঁচতে চাই, কেবল জীবিত থাকতে চাই না। বিবিসির খবরে বলা হয়েছে, বিক্ষোভ প্রধানত রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হলেও দেশটির আরও সাতটি শহরে ছড়িয়ে পড়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান অভিযোগ করেছেন, সরকারী নিরাপত্তা বাহিনী অপ্রয়োজনীয় বল ব্যবহার করেছে, যা কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০ জনের বেশি আহতের ঘটনা ঘটিয়েছে। তবে মাদাগাস্কার সরকার এই তথ্য প্রত্যাখ্যান করে বলেছে, এগুলো ‘গুজব বা ভুল তথ্যের ভিত্তিতে’ প্রকাশিত।
অন্তানানারিভোতে সহিংসতা ও লুটপাটের খবর পাওয়ার পর সরকার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ভল্কার টার্ক বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে যে অপ্রয়োজনীয় বল ব্যবহার করেছে, তা দুঃখজনক। আটক সকল বিক্ষোভকারীকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।
গত সপ্তাহে রাষ্ট্রপতি বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব অবহেলার জন্য তাকে বরখাস্ত করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীরা চান রাষ্ট্রপতি ও পুরো সরকারই পদত্যাগ করুক। সোমবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে একই দাবি পুনরায় তুলেছেন।
রাজোএলিনা বলেন, আমি বিদ্যুৎ ও পানি সরবরাহে সমস্যার কারণে মানুষের ক্রোধ ও অসুবিধা বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর এবং সরকারের দায়িত্ব শেষ করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর জন্য আগামী তিন দিনের মধ্যে আবেদন গ্রহণ করা হবে। বর্তমান মন্ত্রীরা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি তরুণদের সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহী। বিক্ষোভে এক ব্যানারে লেখা ছিল, আমরা সমস্যা চাই না, আমরা শুধু আমাদের অধিকার চাই। তবে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা অন্তত দুই সংসদ সদস্যের বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। অভিযোগ রয়েছে, কিছু পেশাদার দুষ্কৃতকারী বিক্ষোভের মধ্য দিয়ে নিজের দোষ ঢাকতে লুটপাট চালিয়েছে।
মাদাগাস্কার স্বাধীনতার পর ১৯৬০ সাল থেকে দেশ বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ২০০৯ সালের গণবিক্ষোভে সাবেক রাষ্ট্রপতি মার্ক রাভালোমানানা পদত্যাগ করতে বাধ্য হন এবং রাজোএলিনা ক্ষমতায় আসেন। বর্তমানে এই বিক্ষোভ তার তৃতীয় পুনঃনির্বাচনের পর থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে।