গাজায় হামাসের স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:৩৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানের সময় হামাসের পাল্টা স্নাইপার হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার হামাস যোদ্ধাদের চালানো এ স্নাইপার হামলায় ওই সেনা নিহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সেনার নাম চালাচেউ শিমন ডামালাশ। ২১ বছর বয়সী ডামালাশ নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি ইসরায়েলের বিরশেবা শহরে।
আইডিএফ আরও জানায়, গাজায় একটি সেনা শিবিরের গার্ড পোস্টে দায়িত্ব পালনের সময় স্নাইপারের গুলিতে প্রাণ হারান ডামালাশ।
এছাড়া একই দিন ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এলাতে ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন।