গাজায় হামাসের স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত


গাজায় হামাসের স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানের সময় হামাসের পাল্টা স্নাইপার হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার হামাস যোদ্ধাদের চালানো এ স্নাইপার হামলায় ওই সেনা নিহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সেনার নাম চালাচেউ শিমন ডামালাশ। ২১ বছর বয়সী ডামালাশ নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি ইসরায়েলের বিরশেবা শহরে।

আইডিএফ আরও জানায়, গাজায় একটি সেনা শিবিরের গার্ড পোস্টে দায়িত্ব পালনের সময় স্নাইপারের গুলিতে প্রাণ হারান ডামালাশ।

এছাড়া একই দিন ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এলাতে ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×