গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প


গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছেন, যা আলোচিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এই পরিকল্পনার লক্ষ্য শুধু গাজায় সহিংসতা থামানো নয়, বরং ইসরায়েল ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উদ্বেগও প্রশমিত করা।

মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প তার ২১ দফা পরিকল্পনা তুলে ধরেন। এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, যিনি বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানান, “বেশ ফলপ্রসূ আলোচনা করেছি আমরা। বৈঠকে আরব নেতাদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২১ পয়েন্টের পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে একদিকে গাজায় সহিংসতা বন্ধ হবে, অন্যদিকে ইসরায়েল এবং তার সমস্ত প্রতিবেশীর উদ্বেগের সমাধান হবে। আমরা আশা করছি, এমনকি আমি নিজে এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে আগামী কয়েক দিনের মধ্যে আমরা যে কোনো ধরনের অগ্রগতি ঘোষণা করতে পারব।”

উল্লেখযোগ্য কয়েকটি দফা এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় বন্দি সকল জিম্মির তাৎক্ষণিক মুক্তি, সেখানে একটি স্থায়ী যুদ্ধবিরতির সূচনা, হামাসের প্রভাব থেকে গাজার প্রশাসনকে আলাদা করা এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহার।

এই আলোচনায় অংশ নেওয়া মার্কিন ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কূটনীতিক সিএনএনকে জানান, আরব নেতারা পরিকল্পনাটিকে সমর্থন জানিয়েছেন। তবে তারা কিছু অতিরিক্ত বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। এতে রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদার কার্যক্রম বন্ধ, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় যুদ্ধের স্থায়ী অবসান এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করা। একইসঙ্গে গাজায় ত্রাণ সরবরাহের পথও পুরোপুরি উন্মুক্ত রাখার সুপারিশ এসেছে।

বৈঠকে উপস্থিত এক কূটনীতিকের ভাষায়, “একটি অসাধারণ এবং খুবই কার্যকর বৈঠক করেছি আমরা।”

এ বৈঠকের প্রেক্ষাপটও বেশ তাৎপর্যপূর্ণ। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত সেই সম্মেলনের ধারাবাহিকতায় ট্রাম্প এই আলোচনায় অংশ নেন।

সূত্র: সিএনএন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×