এশিয়া কাপে ভারতের সংগ্রহ ১৬৮, জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৬৯


এশিয়া কাপে ভারতের সংগ্রহ ১৬৮, জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৬৯

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তুলেছে ভারত। ফলে জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য ১৬৯ রান।

বুধবার টসে হেরে ব্যাটিংয়ে নামে টুর্নামেন্টের শুরু থেকেই অপরাজেয় ভারত। তবে ইনিংসের প্রথম দিকে চাপে পড়ে তারা। প্রথম তিন ওভারে ভারতের রান দাঁড়ায় মাত্র ১৭।

কিন্তু চতুর্থ ওভারেই চিত্র পাল্টে যায়। নাসুম আহমেদের করা সেই ওভারে ২১ রান তুলে নেয় দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। এরপর পঞ্চম ওভারে মোস্তাফিজ খরচ করেন ১৭ রান, আর ষষ্ঠ ওভারে সাইফউদ্দিন দেন সমান রান। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই ভারত কোনো উইকেট না হারিয়ে তোলে ৭২ রান।

তবে সপ্তম ওভারে এসে প্রথম আঘাত হানেন রিশাদ হোসেন। শুভমান গিলকে মাত্র ২৯ রানে ফিরিয়ে দেন তিনি। নবম ওভারে রিশাদের শিকার হন শিবম দুবে।

এদিকে দুর্দান্ত ব্যাটিং করা অভিষেক শর্মা রান আউট হয়ে ফেরেন দলীয় ১১৪ রানে। ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে থামেন তিনি।

অভিষেকের বিদায়ের পর ভারতের ইনিংসে চাপ নেমে আসে। ১০ ওভারে ৯৬ রান থাকলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহে যেতে পারেনি তারা। ১২তম ওভারে মোস্তাফিজুর রহমান মাত্র ২ রান খরচ করে অভিষেক ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে তুলে নিয়ে ভারতের রানের গতি কমিয়ে দেন।

শেষ দিকে হার্দিক পান্ডিয়া কিছুটা প্রতিরোধ গড়েন। ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হওয়ার আগে দলকে প্রতিযোগিতামূলক সংগ্রহ এনে দেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারতের রান থামে ১৬৮-এ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×