পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে হঠাৎ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ সময় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও দেখা গেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিলে অংশ নেওয়া কর্মীরা ব্যানারে লিখেছিলেন হঠাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনাতেই আস্থা, শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই। মিছিলের একটি ভিডিও, যা প্রায় ৪৮ সেকেন্ড স্থায়ী ছিল, পরে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ২০-২৫ জন কর্মী এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা দামপাড়ায় পুলিশ কমিশনারের কার্যালয় অতিক্রম করে গরীবুল্লাহ শাহ মাজারের বাসস্ট্যান্ডের দিকে গেলে একটি পুলিশের গাড়ি দেখে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
খুলশী থানার ওসি শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, এক মিনিটের কম সময় তারা মিছিল করেছে। ভিডিও দেখে মিছিলে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।