গাজায় বোমা বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৩ এম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ গাজার রাফাহ শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবরটি জানিয়েছে মিডল ইস্ট মনিটর ও টাইমস অব ইসরায়েল।
সামরিক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে একজন কর্মকর্তা ও তিনজন সেনা প্রাণ হারিয়েছেন। তারা সবাই বাহাদ ১ অফিসার্স স্কুলের 'ডেকেল ব্যাটালিয়ন'-এর সদস্য ছিলেন।
নিহতদের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা হলেন মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট এরান শেলেম (২৩), লেফটেন্যান্ট ইটান আভনার বেন ইৎজহাক (২২), এবং লেফটেন্যান্ট রন অ্যারিয়েলি (২০)। নিহত বেন মোশে ছিলেন একটি কোম্পানির কমান্ডার। বাকি তিনজন ছিলেন ক্যাডেট, যাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।
এই চারজনের মৃত্যুর ঘটনা গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ হতাহতের ঘটনা। এর দশ দিন আগে গাজা সিটির উপকণ্ঠে হামাসের হামলায় আরও চার সেনা নিহত হয়েছিলেন।
এই ঘটনার পর চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে। কয়েক সপ্তাহের প্রস্তুতির পর তারা উত্তর গাজার শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে।