নেপালে ছয় মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:১৬ এম, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকি ঘোষণা দিয়েছেন, তিনি অস্থায়ীভাবে মাত্র ছয় মাস দায়িত্ব পালন করবেন। আগামী বছরের ৫ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) শপথ নেওয়ার পর প্রথম বক্তব্যে কারকি বলেন, “আমি এই দায়িত্ব চাইনি। রাজপথে নামা বিক্ষোভকারীদের আহ্বানে আমি সাড়া না দিয়ে পারিনি।”
সাম্প্রতিক সহিংস বিক্ষোভে কে পি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনার ভিত্তিতে সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তব্যে তিনি বলেন, “জেন-জি প্রজন্মের চিন্তাধারার জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। এই প্রজন্ম দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা চায়।”
বিক্ষোভ চলাকালে সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি লজ্জা বোধ করছি। এসব জরুরি স্থাপনা ধ্বংসকারীরা যদি নেপালি হয়ে থাকে, তবে তাদের কীভাবে নেপালি বলা যায়?”
তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, ভাঙচুর হওয়া পার্লামেন্ট ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্গঠন করা এবং পরিবর্তনের দাবিতে সরব তরুণ প্রজন্মের পাশাপাশি গণতন্ত্র ও সাংবিধানিক শৃঙ্খলা নিয়ে শঙ্কিত জনগণকে আশ্বস্ত করা।
রয়টার্স জানিয়েছে, দুর্নীতি, বেকারত্ব, বৈষম্য ও রাজনীতিবিদদের স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এবার বিস্ফোরিত হয়। পরিস্থিতি চরমে ওঠে যখন সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ বন্ধ করে দেয়। এর পর ৮ সেপ্টেম্বর তরুণরা রাজপথে নেমে আসে। টানা দুই দিনের বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নেয়। এ সময় পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ এবং রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সর্বশেষ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।