গাজায় সহায়তা পৌঁছাতে তিউনিসিয়ার পথে সুমুদ ফ্লোটিলা


গাজায় সহায়তা পৌঁছাতে তিউনিসিয়ার পথে সুমুদ ফ্লোটিলা

খারাপ আবহাওয়ার বাধা পেরিয়ে অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে সুমুদ ফ্লোটিলা। গত রোববার স্পেনের বার্সেলোনা থেকে রওনা দেওয়া এই নৌযানগুলো ঝড়ের কারণে ফিরে এলেও সোমবার আবার যাত্রা শুরু করে। মেনোরকায় মেরামত শেষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তারা তিউনিসিয়ার উদ্দেশে যাত্রা করে।

আগামী কয়েকদিনের মধ্যেই তিউনিসিয়াসহ বিভিন্ন স্থানে যোগ দেবে অন্যান্য অংশগ্রহণকারী নৌযান। এ অভিযানে আছেন বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ। এছাড়া চারজন ইতালীয় সংসদ সদস্যও মাঝপথে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

আয়োজক সংগঠন সুমুদ ফ্লোটিলার দাবি, তাদের এই যাত্রার প্রধান লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×