কমলা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা বাতিল ট্রাম্পের


কমলা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা বাতিল ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের তথ্য শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্রেটিক পার্টির নতুন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কমলা হ্যারিস। তবে, নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি বড় ব্যবধানে পরাজিত হন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারীরা ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ মাস পর্যন্ত রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পেয়ে থাকেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কমলার নিরাপত্তার মেয়াদ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছিলেন, তবে ট্রাম্প প্রশাসন শুক্রবার সেই আদেশ বাতিল করে। এ বিষয়ে কমলাকে একটি চিঠি প্রদান করা হয়েছে, যেখানে জানানো হয় যে, ১ সেপ্টেম্বর থেকে তিনি আর রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পাবেন না।

কমলার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সচিব ক্রিস্টেন অ্যালেন এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন, ভাইস প্রেসিডেন্ট পেশাদারিত্ব, নিষ্ঠা এবং কাজের প্রতি অবিচল প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।

মার্কিন সিনেটের ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্ফিফ এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিশোধের চেয়ে বড় কোনো এজেন্ডা নেই, এটা আবারও প্রমাণিত হলো।

আগামী ২০২৬ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কমলা হ্যারিসকে প্রার্থী করার পরিকল্পনা করেছিল ডেমোক্রেটিক পার্টি। তবে কমলা জানিয়ে দিয়েছেন, তিনি সেই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নন।

এদিকে, জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পর কমলা মাত্র ১০৭ দিন সময় পেয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ‘ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন ডেইজ’ নামে একটি বই লিখেছেন এবং বর্তমানে তার প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন।

সূত্র: রয়টার্স

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×