ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের হামলা আরও তীব্র করার ঘোষণা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫২ পিএম, ২৮ জুলাই ২০২৫

গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে, ইসরাইলের বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও জোরালো করার ঘোষণা দিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে, ইয়েমেনের সেনাবাহিনী বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়—ইসরাইলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে ও অবরোধ তুলে নিতে বাধ্য করতে যেন সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়, যাতে বৃহত্তর সংঘাতের ঝুঁকি হ্রাস পায়।
হুথি বাহিনীর ভাষ্য অনুযায়ী, তারা ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়নের প্রতিক্রিয়ায় "নৈতিক ও মানবিক দায়বদ্ধতা" থেকেই এমন পদক্ষেপ নিচ্ছে।
বিবৃতিতে গাজার চলমান পরিস্থিতিকে বিশেষভাবে তুলে ধরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা ইসরাইলি অবরোধ ও সামরিক অভিযানের ফলে সেখানে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
তারা বলেছে, “সমসাময়িক ইতিহাসে গাজায় যে ভয়াবহ গণহত্যা চলছে, তার প্রেক্ষিতে ইয়েমেন একটি গভীর ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ অনুভব করছে সেই নিপীড়িত জনগণের প্রতি—যারা প্রতিদিন আকাশ, স্থল ও সমুদ্রপথে নিরবচ্ছিন্ন হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন।”
আরও উল্লেখ করা হয়, গাজায় কঠোর অবরোধের কারণে খাদ্য ও পানির সংকট সৃষ্টি হয়েছে, যা কোনো মানবিক মনোভাবসম্পন্ন ব্যক্তি, বিশেষ করে আরব ও মুসলিমদের জন্য মেনে নেওয়া অসম্ভব।
এই পরিস্থিতিতে ইয়েমেনি বাহিনী জানায়, তারা ইসরাইলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও বিস্তৃত করবে। এর অংশ হিসেবে তারা ‘নৌ অবরোধের চতুর্থ ধাপ’ শুরু করবে, যার আওতায় কোনো কোম্পানির জাহাজ—সেই কোম্পানি যে দেশ থেকেই পরিচালিত হোক না কেন—ইসরাইলি বন্দরসমূহে যুক্ত থাকলে তা হুথি নিয়ন্ত্রিত বাহিনীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে, যদি তা তাদের সক্ষমতার আওতায় পড়ে।
বাহিনীটি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সতর্ক করে বলেছে, এই ঘোষণা জারির সঙ্গে সঙ্গে যেন তারা ইসরাইলি বন্দরগুলোর সঙ্গে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়। তা না হলে, বিশ্বের যেকোনো স্থানে থাকা তাদের জাহাজ হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে থাকবে।
এছাড়া, বিবৃতিতে আবারও বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে সংঘাত আরও না বাড়ে এবং ইসরাইলের ওপর গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধের চাপ বৃদ্ধি করা যায়।
তারা বলেছে, “এই পৃথিবীতে কোনো স্বাধীন বিবেকবান মানুষ এমন অন্যায় মেনে নিতে পারে না।”
বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, ইসরাইল যদি গাজায় আগ্রাসন থামায় এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে ইয়েমেনি বাহিনী তাৎক্ষণিকভাবে তাদের সব সামরিক পদক্ষেপ স্থগিত করবে।
ইয়েমেনি সেনাবাহিনী গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই সংকটে আরব ও আন্তর্জাতিক সমাজের ‘লজ্জাজনক নীরবতাকে’ সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
উল্লেখযোগ্য যে, গাজায় সংঘাত শুরুর পর থেকে হুথি-নিয়ন্ত্রিত বাহিনী একাধিকবার ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডের ভেতরে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
সূত্র: মেহের নিউজ