বোতলে ভেসে গাজায় পৌঁছাল চাল-ডাল, পাঠিয়েছিলেন এক মিসরীয়


বোতলে ভেসে গাজায় পৌঁছাল চাল-ডাল, পাঠিয়েছিলেন এক মিসরীয়

ইসরায়েলের দীর্ঘমেয়াদি অবরোধে পিষ্ট ফিলিস্তিনের গাজা উপত্যকার নাগরিকরা চরম খাদ্য সংকটে দিন পার করছেন। এই সংকটে গাজার মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন মিসরের এক ব্যক্তি—বোতলে করে চাল ও ডাল ভরে তা ছুঁড়ে দিয়েছেন সমুদ্রে, আশায় ছিলেন তা গাজার উপকূলে পৌঁছাবে।

অবিশ্বাস্য হলেও সত্য, তার পাঠানো একটি বোতল সত্যিই গাজার উপকূলে এসে পৌঁছেছে। সেটি হাতে পেয়েছেন এক স্থানীয় জেলে। ভিডিওতে তাকে দেখা যায় উচ্ছ্বসিত কণ্ঠে বলছেন, আজ তারা অন্তত কিছু খেতে পারবেন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ ঘটনাটির ভিডিও প্রকাশ করেছে। সেখানে গাজার ওই ব্যক্তি বলেন, “বলুন আল্লাহু আকবর। আমাদের মিসরের ভাইয়েরা… চাল-আল ডাল ভর্তি বোতল গাজার উপকূলে পৌঁছেছে। বোতলটি সমুদ্রের মাঝে থেকে নিয়ে এসেছেন এক জেলে। তিনি জানিয়েছেন, খুবই অল্প কিছু বোতল গাজায় এসেছে। যার অর্থ আমরা আজ ডাল খেতে পারব।”

তিনি আরও বলেন, “বোতলের ভেতর একটি নোট ছিল। এতে লেখা আছে, ‘মিসর দীর্ঘজীবী হোক’। আল্লাহর ইচ্ছায় মিসর ও পুরো আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক।”

এর আগে, গত ২৩ জুলাই, মিসরের উপকূলে দাঁড়িয়ে এক ব্যক্তি একের পর এক বোতল সমুদ্রে ছুঁড়ে দিতে দেখা যায়। এ সময় কেউ একজন সেই দৃশ্য ভিডিও করেন। বোতল ছুঁড়ে দেওয়ার সময় ওই ব্যক্তি বলেন, “(গাজার) ভাইয়েরা আমাদের ক্ষমা করুন। আমরা এর বেশি কিছু করতে পারছি না।”

গাজার প্রতিবেশী দেশ মিসর, অঞ্চলটির অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও গাজার দুরবস্থায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×