‘প্রয়োজনে ফের ভাষা আন্দোলন’ বলে কড়া বার্তা মমতার


‘প্রয়োজনে ফের ভাষা আন্দোলন’ বলে কড়া বার্তা মমতার

বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি হুমকি দেখা দিলে প্রয়োজনে আবারও ভাষা আন্দোলনের ডাক দেওয়া হবে— এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষা রক্ষায় যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুতির বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় তিনি বাংলা ভাষাকে ঘিরে চলা ‘ভাষা-সন্ত্রাস’-এর কড়া সমালোচনা করেন।

অনুষ্ঠানে মমতা বলেন, 'মহানায়ক উত্তমকুমার আমাদের সকলের প্রাণের মানুষ— আমাদের দেশের গর্ব, জাতির গর্ব, সংস্কৃতির গর্ব। প্রতি বছর এই দিনে আমরা তাকে স্মরণ করি।'

তিনি জানান, একটি জাতির শক্ত ভিত তৈরি হয় তার ভাষা, সংস্কৃতি এবং সভ্যতা দিয়ে। শিশুর প্রথম উচ্চারিত শব্দ যেমন 'মা', তেমনি মানুষের প্রথম ভাষাও তার মাতৃভাষা। সেই বাংলা ভাষাই আজ হুমকির মুখে— দাবি করেন মমতা। তাঁর ভাষায়, যারা বাংলায় কথা বলেন, তাঁদের নানা ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে।

'আর একটা ভাষা আন্দোলন চাই, সমাজকে জাগ্রত করতে হবে,'— বলেন মুখ্যমন্ত্রী।

মমতা তথ্য তুলে ধরে জানান, বাংলা ভাষা বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা এবং এশিয়ায় এর অবস্থান দ্বিতীয়। প্রায় ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। তবু আজ বাংলায় কথা বলার অপরাধে কাউকে জেলে যেতে হচ্ছে, কাউকে হতে হচ্ছে দেশান্তরী।

বাংলা ভাষা ও সংস্কৃতির শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, 'বাংলা ভাষাকে অপমান করবেন না। অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না, কিন্তু বাংলায় যারা গান গাইছেন, কাজ করছেন, তাদের একটু বেশি গুরুত্ব দিন। সব ভাষার সমন্বয়ে ঐক্য ও সম্প্রীতি গড়ে উঠুক।'

তিনি অভিযোগ করেন, বাংলার ধারাবাহিক উন্নয়ন দেখে একটি মহল আতঙ্কিত হয়ে বঞ্চনার রাজনীতি করছে। তাঁর কথায়, বাংলা শুধু সাহিত্য-সংস্কৃতিতে নয়, ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে— এখানেই জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুল; এখান থেকেই সৃষ্টি হয়েছে জাতীয় সঙ্গীত, গড়ে উঠেছে নবজাগরণ।

মমতা বলেন, বাংলার মানুষ যদি বাংলা বলার অপরাধে কোথাও গ্রেপ্তার হন, তবে সেই প্রতিবাদের লড়াই পৌঁছাবে দিল্লি পর্যন্ত। তাঁর সরাসরি বার্তা— 'দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×