ভারতের বিহারে বজ্রপাতে দুদিনে ৩৩ জনের মৃত্যু, ঝড়-বৃষ্টিতে সতর্কতা জারি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪০ পিএম, ১৯ জুলাই ২০২৫

ভারতের বিহার রাজ্যে টানা ঝড়বৃষ্টি প্রাণ কেড়ে নিয়েছে ৩৩ জনের। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টা ধরে চলা তীব্র বজ্রঝড়ে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় শুক্রবার (১৯ জুলাই), রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বজ্রপাতে নিহতদের অধিকাংশই কৃষিকাজে নিয়োজিত ছিলেন কিংবা খোলা জায়গায় কাজ করছিলেন এমন শ্রমজীবী মানুষ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে আগামী দিনগুলোতেও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিহতদের প্রত্যেক পরিবারকে ৪০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিহারে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা আগের বছরগুলোতেও উদ্বেগজনক ছিল। ২০২৪ সালে এ পর্যন্ত বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২৪৩ জন, আর ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২৭৫।
প্রতি বছর বর্ষা মৌসুমে ভারতের পূর্বাঞ্চল, বিশেষত বিহারে, ব্যাপক বৃষ্টিপাত এবং কখনও কখনও বন্যা দেখা দেয়। এতে বহু মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষকে নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়।
সরকারি মহল থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।