মিসরে কনসার্ট শুরুর আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মঞ্চ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫৩ পিএম, ১৩ জুলাই ২০২৫

মিসরের উত্তর উপকূলীয় হাসিয়েন্দা এলাকায় একটি কনসার্ট মঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) অনুষ্ঠান শুরুর আগেই আগুনে পুড়ে যায় পুরো মঞ্চ।
স্থানীয় সময় অনুযায়ী কনসার্টের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছিল। দর্শকদের বসার জন্য সারি সারি চেয়ার বসানো হয় এবং মঞ্চও শিল্পীদের জন্য প্রস্তুত ছিল। কিন্তু দর্শকদের আগমনের আগেই হঠাৎ করে আগুন ধরে যায় মঞ্চে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো মঞ্চ দাউ দাউ করে জ্বলছে। কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করলেও অধিকাংশ মানুষ নিরাপদে সরে যেতে বাধ্য হন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেকেই শুধু দূর থেকে তা দেখার বাইরে কিছুই করতে পারেননি।
সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে কেউ নিহত হননি। তবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় কয়েকজন সামান্য আঘাত পান বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সাদা এল বালাদ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঞ্চে স্থাপিত একটি সাউন্ড স্পিকারে ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত পুরো ভেন্যুতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আশপাশের এলাকায় তা ছড়িয়ে পড়া ঠেকাতে সক্ষম হন।
ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আয়োজকরা বলছেন, পুরো ঘটনায় আরও তদন্ত চালানো হবে।
সূত্র: গালফ নিউজ