ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিন ফুটবলারের মৃত্যু


February 4 2025/palestine.jpg

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত হলেন আরেক ফিলিস্তিনি ক্রীড়াবিদ। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাসায় বিমান হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন ফুটবলার মোহান্নাদ আল লেলে। বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। এই মৃত্যুর খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা যায়, সোমবার (৩০ জুন) আল লেলের বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। সরাসরি বাসায় আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি তার মাথায় গুরুতর আঘাত হানে। এতে মারাত্মক মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। কয়েকদিন ধরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্প্রতি বিবাহিত আল লেলের মৃত্যুতে শোকাহত সতীর্থরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তার বন্ধু ও খেলোয়াড় মোহাম্মদ আল শরীফ লিখেছেন, 'প্রতিদিন আমরা কোনো না কোনো অ্যাথলেটকে হারাচ্ছি। আমি নিজেও হতে পারি পরবর্তী জন। আমার সতীর্থ আল লেলে মাঘাজিতে নিজের বাড়িতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে।'

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির অন্তত ৫৮৫ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ফুটবলারই প্রাণ হারিয়েছেন ২৬৫ জন।

এই ঘটনার পাশাপাশি আরও দুইজন আন্তর্জাতিক ক্রীড়াবিদের মৃত্যুর খবরও এসেছে গতকাল। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা। ইউরোপিয়ান স্টক চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী স্প্যানিশ মোটোজিপি রাইডার বোরজা গোমেজ।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির ঘটনা বাড়ছেই, আর তাতে ক্রীড়াঙ্গনও রক্ষা পাচ্ছে না। মোহান্নাদ আল লেলের মৃত্যু সেই নিষ্ঠুর বাস্তবতারই একটি বেদনাদায়ক চিত্র।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×