দেশজুড়ে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা


saurav/rain-1719722819.jpg

মৌসুমী বায়ুর সক্রিয়তায় সামনের সপ্তাহজুড়ে দেশে বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী ১২০ ঘণ্টা বা পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।

আবহাওয়া বিভাগের সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বায়ু বর্তমানে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অংশে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

ঢাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার সময় বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। রাজধানীতে আগামীকাল সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে, সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা সাধারণত সামান্য কমতে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সোমবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং মৌসুমী বায়ুর প্রভাবে এ ধরনের আবহাওয়া চলতে পারে।

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×